বেআইনি মদের দোকান বন্ধের দাবীতে পথ অবরোধে মহিলারা

0
73

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Road blockade by women for illegal alcohol shop
অবরোধ।নিজস্ব চিত্র

বেআইনি মদের দোকান বন্ধের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের।সোমবার সকাল ১১ টা থেকে ইংরেজবাজার থানার সাদুল্লাপুরে মালদা- মোথাবাড়ি রাজ্য সড়ক অবোরধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ও জয়েন্ট বিডিও।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।প্রায় চার ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।

Road blockade by women for illegal alcohol shop
তালা বন্ধ।নিজস্ব চিত্র

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের সাদুল্লাপুরে রাজ্য সড়কের পাশে হোটেলের আড়ালে চলছিল মদ বিক্রি।ফলে মদ্যপদের আনাগোনা বাড়ছিল এলাকায়।সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় গ্রামের বাসিন্দাদের।মদ বিক্রি বন্ধের দাবীতে বহু বার প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েও কোন সুরহা হয়নি। তারই প্রতিবাদে সোমবার স্থানীয় মহিলারা রাজ্য সড়ক আবরোধ করে বিক্ষোভ শুরু করে। গ্রামের প্রায় দুই শতাধিক মহিলা পুরুষ বিক্ষোভে সামিল হন।

আরও পড়ুনঃ নতুন করে মদের দোকান,থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে জয়েন্ট বিডিও। আগামি ৩০ তারিখের পর গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেয় প্রশাসনিক কর্তারা।এদিন বিক্ষোভ কারীদের সামনে ওই দোকানে তালা বন্ধ করে দেয় প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here