চিটফান্ডের গচ্ছিত টাকা ফেরতের দাবীতে পথ অবরোধ

0
79

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ

road blockade demanding chitfund money back
অবরোধ।নিজস্ব চিত্র

চিন্ডফান্ডে গচ্ছিত রাখা ফেরতের দাবীতে আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল চিটফান্ড সাফারায়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশান। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুর মোড়ে এই দাবীতে ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল চিটফান্ড সাফারায়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশান-এর শতাধিক আন্দোলনকারী।কেন চিটফান্ডের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না এই বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আন্দোলনকারীরা এদিন অভিযোগ করে বলেন রাজ্য সরকারের কাছে ৩৫০০ কোটি টাকা থাকা সত্বেও রাজ্য সরকার টাকা ফেরৎ দিচ্ছে না।আন্দোলনকারীদের এও অভিযোগ এই বিষয়ে হাইকোর্ট রায় দেওয়া সত্বেও রাজ্য সরকার নীরব।এদিন ওয়েস্ট বেঙ্গল চিটফান্ড সাফারায়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশান-এর সদস্যদের অবরোধ আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে মঙ্গলপুর এলাকার ৫১২নং জাতীয় সড়ক।রাস্তার দুদিকে দাড়িয়ে আটকে পড়ে যানবাহন।প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। পথ অবরোধ তুলে নিলেও আন্দোলনকারীরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যতদিন টাকা ফেরৎ না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবেই।

road blockade demanding chitfund money back
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মন্তেশ্বরে কৃষি মেলার উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here