হাতি মৃত্যুর জন্য দায়ি দফতরের শাস্তির দাবিতে পথ অবরোধ

0
51

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

road blockade for demand of punishment | newsfront.co
নিজস্ব চিত্র

হাতি মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে গ্রেপ্তারের দাবিতে ও গ্রামে হাতির মূর্তি তৈরীর দাবিতে পাঁচ নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করলো গ্রামবাসীদের।

road blockade for demand of punishment | newsfront.co
অবরোধ।নিজস্ব চিত্র

বিদ্যুৎপিষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যুর জন্য গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরকে দায়ী করছেন। হাতি মৃত্যুর ঘটনায় বেশ কিছুদিন কেটে গেলও বনদপ্তর থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এরই প্রতিবাদে বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের সাতবাঁকি গ্রামের মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষজন আজ পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছেন।

road blockade for demand of punishment | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সকাল সাতটা থেকেই সাতবাঁকি গ্রামের গ্রামবাসীরা ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর মোহনপুর বাসস্ট্যান্ডের কাছেই রাস্তার মধ্যে গাছের গুড়ি ও ডাল ফেলে হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেছে।

সকাল থেকেই আটকে পড়েছে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়াগামী সমস্ত বাস ও লরি অপরদিকে বেলপাহাড়ি , শিলদা , বাঁকুড়া থেকে ঝাড়গ্রামমুখী সমস্ত বাস ও লরি আটকে পড়েছ।চরম সমস্যার মুখে পড়েছে বাসযাত্রী থেকে শুরু করে সকলেই।

গ্রামবাসী দেবেন্দ্রনাথ মাহাতো, জয়ন্ত মাহাতো, মদন মাহাতো এরা বলেন সাতবাকি গ্রামের কাছে গত ১০ জুলাই বিদ্যুৎপিষ্ট হয়ে যে তিনটি হাতি মারা গিয়েছিল সেই তিনটি হাতির মৃত্যুর জন্য বিদ্যুৎ দপ্তর দায়। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে এই দোষীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামে তিনটি হাতির মূর্তি তৈরির কথা ছিল তাও হয়নি। অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিককে গ্রেফতার করতে হবে। নইলে আমাদের পথ অবরোধ চলবে।

সাতবাঁকি গ্রাম ছাড়া পাশের গ্রাম করকরা, কেন্দবনি , কাঁক, মালাবতি সহ পার্শ্ববর্তী গ্রামের গ্রামবাসীরা পথ অবরোধে বসেছেন।

ঘটনাস্থলে বিনপুর থানার পুলিশ উপস্থিত রয়েছে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

গত ১০ জুলাই সাতবাঁকি গ্রামে চাষযোগ্য জমির উপর ঝুলে থাকা ১১০০০ ভোল্টের তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় তিনটি পূর্ণ বয়স্ক হাতির।যার মধ্যে একটি পুরুষ হাতি ও দুটি স্ত্রী ছিল। পরবর্তীকালে ময়নাতদন্তের পর জানা যায় ওই দুটি স্ত্রী হাতি কিছুদিনের মধ্যেই হস্তি শাবকের জন্ম দিত। হাতি মৃত্যুর ঘটনার ১২ দিনের মাথায় গ্রামবাসীরা যোগ্য,গীতা পাঠ, হরিনাম সংকীর্তন ও মাথা কামিয়ে শ্রাদ্ধ শান্তি করেন।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বুড়িবালাসন নদীতে তলিয়ে গেল যুবক, ব্রিজের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

গ্রামবাসীদের মূল দাবি অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে গ্রেফতার করতে হবে তবে উঠবে পথ অবরোধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here