নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
এক দুই বছর নয়,প্রায় কুড়ি বছর ধরে বেহাল রাস্তা। ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনকে বারবার জানিও বেহাল রাস্তা পাকা হয়নি বলে অভিযোগ। তারি প্রতিবাদে সোমবার সকালে পুরাতন মালদার ব্লকের সাহাপুর পঞ্চায়েতের রায়পুরের বাসিন্দারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ অবরোধের শামিল হাই স্কুল পড়ুয়ারাও।
জানা যায়,পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের রায়পুরে দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা।শতাধিক পরিবারের বসবাস ওই এলাকায়। স্কুল, কলেজ, হাসপাতাল যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এমনিতেই পাকা রাস্তাটি তার ওপরে কয়েক দিনের বৃষ্টিতে হাটু জলে পরিণত হয়েছে।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ,দিনহাটায় ভাঙল প্রচুর বাড়িঘর
এরই প্রতিবাদে এদিন স্কুল পড়ুয়ারা এবং বাসিন্দারা মালদা নালাগলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কয়েক ঘন্টা চলে এই অবরোধ।
পরে মালদা থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584