মনিরুল হক,কোচবিহারঃ
স্থানীয় বেশ কিছু দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলো এলাকাবাসি। কোচবিহার শহরে নিউটাউন এলাকার ভাওয়াল মোর অবরোধ করে বিক্ষোভ দেখায় শহরে ১২ ও ১৩ নং ওয়ার্ডের নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এই পথ অবরুদ্ধ হয়ে পরায় কোচবিহার থেকে মাথাভাঙ্গা, দিনহাটা, মেখলিগঞ্জ সড়ক পথে যোগাযোগ ব্যহত হয়। অভিযোগে, এলাকায় দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কোচবিহার পুরসভা। পানীয় জল সরবরাহ সঠিক ভাবে হচ্ছে না যার ফলে গ্রীষ্মের এই দাবদহে জল কষ্টে ভুগছে এলাকার নাগরিকরা। পরিশুদ্ধ জল না পাওয়ায় এলাকার মানুষের নানা রোগ ব্যধি হচ্ছে বলে আন্দোলন কারিদের অভিযোগ।
একইসাথে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় জলমগ্ন হয়ে থাকে নিউটাউন এলাকা যার ফলে নাগরিকদের চড়ম দুর্ভগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগে,দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কোচবিহার পুরসভা।পানীয় জল সরবরাহ সঠিক ভাবে হচ্ছে না যার ফলে গ্রীষ্মের এই দাবদহে জল কষ্টে ভুগছে এলাকার নাগরিকরা।
অভিযোগ,পুরসভা পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে এই দুটি ওয়ার্ডে।তাই পুর পরিষেবার দাবিতেই এই আন্দোলন।
আরও পড়ুনঃ রণগ্রাম ব্রিজে যান চলাচল স্বাভাবিক করার দাবিতে অবস্থান বিক্ষোভ
ঘটনাস্থলে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ গিয়ে অবরোধকারিদের সাথে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারে অনুরোধ জানালেও দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যান নাগরিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584