জলের দাবিতে পথ অবরোধ

0
25

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Road blockade on demand of water
অবরোধ।নিজস্ব চিত্র

পানীয় জল চাই।এই দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।অবরোধের জেরে রাস্তাতেই ব্যাপক যানজট তৈরি হয়।মঙ্গলবার সকালে ফালাকাটার শিশারগড় এলাকার মানুষেরা পানীয় জলের দাবিতে সোনাপুর ফালাকাটা সড়ক অবরোধ করেন।

ফালাকাটার শিশারগড় এলাকায় পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ সোনাপুর ফালাকাটা সড়ক অবরোধ করেন।প্রায় এক ঘন্টা অবরোধের পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Road blockade on demand of water
আন্দোলনকারী।নিজস্ব চিত্র

বিক্ষোভকারীরা বলেন,গত দশ দিন ধরে টাইম কল থেকে জল পরিষেবা বন্ধ কিন্ত বহুবার পঞ্চায়েত প্রধান ও এই এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাই আজকে এইভাবে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি।

এই বিষয়ে ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার বলেন,”সৌর বিদ্যুতের মাধ্যমে ওই জল প্রকল্প চলত। কয়েকদিন বর্ষার কারনে সৌর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বিদ্যুতের বিকল্প ব্যাবস্থা ছিল। কিন্তু তাও কাজ করছিল না। সেই কারনে সমস্যা হয়েছিল। বিদ্যুতের ট্রান্সফর্মার ঠিককরে সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। এদিন বিকেল থেকেই জল পাবেন গ্রামবাসীরা।”

আরও পড়ুনঃ তোলাবাজির বিরুদ্ধে লরি মালিকদের পথ অবরোধ ফারাক্কায়

তবে এদিনের প্রায় এক ঘন্টার এই অবরোধে আটকে যায় অনেক যাত্রীবাহী গাড়ি তাতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here