তৃণমূল কর্মীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

0
60

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

road blockade for demand to arrest murderer of tmc workers 2
টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে অবরোধকারীরা। নিজস্ব চিত্র

তৃণমূল কর্মী খুনের ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন স্থানিয় বাসিন্দারা।উল্লেখ্য মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের তপসিখাতা এলাকার জয় বাংলা হাটে যুব তৃণমুলের কর্মী তুষার বর্মনকে পয়েন্ট ব্ল্যাং রেঞ্জ থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে খুন করা হয়।তৃণমূল কংগ্রেসের পররপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভুনাথ রায় ও তার দলবলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে।এই ঘটনায় সেদিন গভীর রাতে সোনা রায় ওরফে বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ।

road blockade for demand to arrest murderer of tmc workers
রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। নিজস্ব চিত্র

বাপ্পা পররপাড় গ্রাম পঞ্চায়েতের একজন তৃণমূল সদস্য।বাপ্পা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।এদিন সকাল নয়টা নাগাদ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতা এলাকায় আলিপুরদুয়ার-সোনাপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়।অবরোধের খবর পেয়ে আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছায়।প্রায় তিন ঘন্টা অবরোধ চলে এরপর পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দেয়।এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানিয়রা।

আরও পড়ুনঃ দলীয় পতাকা লাগিয়ে রাস্তার কাজ আটকালো তৃণমূল

এলাকার স্থানীয় বাসিন্দা অমৃত দাস বলেন, “ পুলিশ আমাদের ৪৮ ঘন্টার সময় দিয়েছে।এই ৪৮ ঘন্টার মধ্যে এই খুনের ঘটনার সাথে যুক্তদের গ্রেফতার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করবো।”

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here