কেন্দ্র-রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের পথ অবরোধ

0
60

পিয়ালী দাস,বীরভূমঃ

বীরভূমের পাঁচামিতে কয়লা প্রকল্পের কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সভা থেকে বলেন খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। মূলত ডেউচা পাচামি অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত এলাকা। প্রকল্পের কাজ শুরু হবে ঘোষণার পর থেকেই এলাকার আদিবাসীরা তৎপর হয় জমি ও জঙ্গল রক্ষার্থে।

road blockade of Aboriginal community | newsfront.co
অবরোধ।নিজস্ব চিত্র

সোমবার বিষয়টি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সকাল ৭ টা থেকে প্রায় ১১ টা অব্দি তিন ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কে। বেশ কয়েক হাজার পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস আটকে পড়ে এই অবরোধে। মোহাম্মদ বাজার, সিউড়ি, পাঁচামিতে অবরোধ হয়।

আদিবাসী নেতা রবিন সরেন বলেন, আদিবাসীদের অধিকার জঙ্গল জমি নদী, কেন্দ্রের ছাড়পত্রে রাজ্য সরকার এই প্রকল্প শুরু করলে অনিশ্চয়তার মুখে পড়বে বেশ কয়েক হাজার আদিবাসী,গৃহহীন হতে হবে আদিবাসী পরিবারগুলোকে পাশাপাশি শেষ হয়ে যাবে ওই অঞ্চলের সমস্ত জঙ্গল। তাই আদিবাসীদের পূনর্বাসনের বিষয়টি নিশ্চিত না হওয়া অব্দি কোন ভাবেই এই কয়লা শিল্প প্রকল্পে আদিবাসীদের তরফ থেকে কোনরকম সম্মতি পাওয়া যাবে না।

পাশাপাশি রাজ্য সরকারকে এই নিশ্চয়তাও দিতে হবে যে, জঙ্গল সাফ করে কয়লা শিল্প করা যাবে না,জঙ্গলকে বাঁচিয়ে রেখে এবং আদিবাসীদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করে তবেই কয়লা শিল্পকে বাস্তবায়িত করার দিকে রাজ্য সরকার এগোনো উচিত। এ দিনের অবরোধ থেকে আদিবাসীদের তরফে জোরালো প্রতিবাদ করা হয় উত্তর প্রদেশ ১২ জন আদিবাসী খুনের অপরাধীদের সাজার দাবিতে।

আরও পড়ুনঃ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের বিডিও ডেপুটেশন

আদিবাসী যুবক উকিল মুর্মু দাবি করেন, যে নৃশংসতার সাথে উত্তরপ্রদেশে আদিবাসী খুন করে জমি মাফিয়ারা তাতে অপরাধীদের ফাঁসি দিতে হবে। যদি আদিবাসী মানুষদের খুনের অপরাধী সঠিক সাজা না পায় তাহলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের আকার নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here