মন্ত্রীর হুঁশিয়ারি,ক্ষোভে পথ অবরোধ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির

0
130

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

road blockade of bidhanmarket traders association | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার পর্যটনমন্ত্রী গৌতম দেবের হুঁশিয়ারির পরেই শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বলা হয় মন্ত্রী ও এসজেডিএকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয় নির্মাণ ভাঙতে আসলে প্রতিরোধ করবেন ব্যবসায়ীরা।

road blockade of bidhanmarket traders association | newsfront.co
পথ অবরোধ।নিজস্ব চিত্র

এই অবরোধ প্রায় আধঘন্টা চলে।অপরদিকে,এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।সাতদিনের সময় নেন প্রশাসন।

road blockade of bidhanmarket traders association | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত,এদিন শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মাণ দেখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন পর্যটনমন্ত্রী গৌতম দেব।সেখানে দাঁড়িয়ে থেকেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন এসজেডিএকে।এমনকি কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাকে গ্রেফতার করারও নির্দেশ দেন।এর পরেই পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে মিছিল করল বিধানমার্কেট ব্যবসায়ী সমিতি।

road blockade of bidhanmarket traders association | newsfront.co
বাপি সাহা,সম্পাদক বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি।নিজস্ব চিত্র

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধান মার্কেট ব্যবয়ায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন যে, মন্ত্রী সকালে এসে হুঁশিয়ারি দিয়ে গেছেন যে দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙ্গে দেবেন।

আরও পড়ুনঃ বিধানমার্কেটে অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ গৌতম

আমরা নাকি কোটি কোটি টাকা নয় ছয় করছি।
তিনি কোন প্রমান দিতে পারবেন কি? আমরা চাই মন্ত্রী নিজে এসে কথা বলতে হবে ব্যবসায়ীদের সাথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here