শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
জলের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের।ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভাড়িলা গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে তপন ব্লকের বিডিও এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
অবরোধকারীদের অভিযোগ, এলাকায় পানীয় জল সরবরাহের জন্য এলাকার বাসিন্দা নৃপেন দাসের বাড়িতে পাম্প বসিয়ে এলাকায় জল সরবরাহের দায়িত্ব দেওয়া হয় প্রায় ১০-১২ বছর ধরে।কিন্ত মাঝেমধ্যেই নৃপেন বাবু জলসরবরাহ বন্ধ করে দেন, ফলে জল পায়না এলাকাবাসীরা।
জল সরবরাহ বন্ধ হওয়ায় দুটি স্কুলে মিড-ডে মিলের রান্না বন্ধ হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের।এই কারনেই আজ সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
পথ অবরোধের ফলে অবোরুদ্ধ হয়ে পড়ে তপন বালুঘাট রাজ্য সড়ক।পরে বিডিওর আশ্বাসে দীর্ঘক্ষন পড়ে উঠে যায় অবরোধ।
আরও পড়ুনঃ জেনকিন্স স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ পড়ুয়াদের
ঘটনাস্থলে বিডিও এসে জলের জল সরবরাহের স্থায়ী বন্দোবস্ত করে দেবার আশ্বাস দিলে অবরোধ তুলেনেন অবরোধকারিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584