বিদ্যুতহীন গ্রাম পথ অবরোধ মহিলাদের

0
176

পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুরঃ

একে তো হাঁসফাঁস গরম তার মধ্যে গত একমাস ধরে কার্যত বিদ্যুত্হীন গোটা গ্রাম । প্রতিবাদে পথ অবরোধ করেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গত একমাস ধরে মাত্র কয়েকঘণ্টা বিদ্যুত্ থাকছে তার পরেই লোডশেডিং এর সমস্যা ।
সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বিদ্যুত্ আসলেও আবারো কিছুক্ষণ পর আলো নিভে যাচ্ছে। এরপর সারা রাতই লোডশেডিং। ফের ভোরের আলো ফোটার পর, আবার ঘুরতে শুরু করছে পাখা। তাঁদের আরও অভিযোগ, বারবার অভিযোগ জানালেও সমস্যা মেটেনি। প্রতিবাদে
উত্তর দিনাজপুর জেলার   গোয়ালপোখর ব্লকের সাহাপুরে বিদ্যুতের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মহিলারা।

জানা গিয়েছে, দীর্ঘ একমাস ধরে তীব্র গরমে বিরক্ত গোয়ালপোখরের সাহাপুর এলাকার বাসিন্দারা। তাঁর উপর বিদ্যুৎ বিভ্রাটে জেরবার বাসিন্দারা।অধিকাংশ সময়ই গোয়ালপোখরের সাহাপুর-১ গ্রাম পঞ্চায়েতের সাহাপুর, লোহাগাহি, গেন্ডাবাড়ি, মধ্য সাহাপুর রিফুজি পাড়া সহ বিস্তীর্ন এলাকা লোডশেডিংয়ের কবলে থাকে বলে অভিযোগ। কখনও লাইন থাকলেও তা সিরিজ লাইন হয়ে থাকে, কখনও আবার লো ভোল্টেজের শিকার বাসিন্দারা। বিদ্যুৎ বন্টন দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এদিন এলাকার মহিলারা পঞ্চায়েত সদস্য অনিতা পালের নেতৃত্বে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে আটকে পড়ে নিত্যযাত্রীরা। অনিতা পাল বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here