নিজস্ব সংবাদাতা, মুর্শিদাবাদঃ
ট্রান্সমিটারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জলঙ্গী ব্লকের সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের পাল পাড়ায়। বিক্ষোভ কারিরা জানান যে, গত একমাসের মধ্যে দুটো ট্রান্সমিটারের পুড়ে যায়, বেশি কনজিউমার থাকার কারণে ২৫ কেবি ট্রান্সমিটার লোড নিতে পারে না। একাধিক বার জলঙ্গী এসএস কে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি।
আবারও গত তিনদিন আগে ট্রান্সমিটার পুড়ে যায় তারপরে আজ আবারও সেই আগের মত ছোটো ২৫ কেবি ট্রান্সমিটার বসাতে আসলে তখন গ্রামবাসীদের সঙ্গে বিদ্যুৎ কর্মীদের কথা কাটাকাটি শুরু হলে তারা জানান যে ২৫ কেবির বেশি বড়ো দেওয়া হবে না। আর তখনই বিক্ষিপ্ত জনতা বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যতক্ষণ না ৬৩ কেবি ট্রান্সমিটার না দিচ্ছে ততক্ষন বিক্ষোভ চলতে থাকবে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। তবে পুলিশ আসলেও তাদেরকে বের করে দেয় বিক্ষিপ্ত জনতা। দুপুর প্রায় বারোটা নাগাদ থেকে শুরু করে এখনও পর্যন্ত চলছে রাস্তা অবরোধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584