নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বেহাল রাস্তা সারানো ও জল নিকাশি নালার দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসী। আর অবরোধে আটকে যানবাহন। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার। এমনই এক ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বুড়ারি বাজারের হলদিয়া মেছেদা এলাকায়। এইদিন রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। আর এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় গোটা এলাকায়।
জানা গেছে এই অবরোধ প্রায় ঘন্টাখানেক ধরে চলে, ফলে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের শীর্ষ আধিকারিক। দীর্ঘ দিন ধরে বুড়ারী বাজার থেকে চিত্রা বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, খানা খন্দে ভরা।। আর মির্জাপুরের খাল দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়, জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার চাষের জমিতে জল জমে থাকায় চাষ বন্ধ। বৃহস্পতিবার ওই ভগ্ন রাস্তায় সরকারি ভাবে কিছু মোরাম ফেলে সংস্কার করতে এলে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় ও রাস্তা অবরোধ করে। পুলিশ এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। শুধু তাই নয় এই দিন এলাকার তৃণমূলের উপপ্রধানকে ঘিরেও চলে বিক্ষোভ। ফলে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়।
এলাকাবাসী শেখ মহসিন আলীর বক্তব্য বেশ কয়েকদিন আগে স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল এই সমস্যার ব্যাপারে উনি আশ্বাস দিয়েছিলেন সব সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও কোন সমস্যা সমাধান হয়নি এখনো জমিতে দাঁড়িয়ে রয়েছে এক কোমর জল ফলে চাষিদের দুর্ভোগ দেখা দিয়েছে। যার জন্যই আজকের এই অবরোধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584