সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
তৎকালীন বাম আমলে পড়েছিল পিচ তারপর কেটে যায় বহু বছর। বর্তমানে রাস্তার যে অবস্থা তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জলঙ্গী ব্লকের সাদিখাঁন দেয়ার অঞ্চলের সাদিখাঁন দেয়ার স্কুল মোড় থেকে ফকিরাবাদ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। একাধিক বার রাস্তা নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে গ্রামবাসী থেকে বিরোধীদের। আবার বর্ষা আসছে আর তাতেই রাস্তার অবস্থা নিয়ে ভয়ে আঁতকে উঠছে বুক, বলে জানাচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। এক টোটো চালক জানাচ্ছেন, রাস্তা নয় এটা যেন এক মরণফাঁদ হয়ে রয়েছে। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খুব তাড়াতাড়ি রাস্তা সারানোর কাজ যেনো করা হয় সেই আবেদন জানান।
স্থানীয় এক মহিলা বলেন, শুধু ভোটের সময় এসে বলে রাস্তা হবে কিন্তু ভোট মিটলে আর কারো দেখা মেলে না। পুরো রাস্তা খারাপ মাঝে মধ্যে বড়ো বড়ো গর্তে ভরে গেছে গোটা রাস্তা। আরো একজন বলেন, এই রাস্তার কারণে কোনো গাড়ি যেতে চায় না গেলেও বেশি ভাড়া দিলে তবেই যায় গাড়ি। রাস্তার যে অবস্থা তাতে ভাড়া না নিয়ে কিভাবে যাবে। টায়ার খুব নষ্ট হচ্ছে বলেও জানান এক টোটো চালক। কয়েকটা কালভাট ভেঙে পড়েছে।যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই বিষয়ে সাদিখাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান হাফিজা খাতুন বলেন, সত্যিই রাস্তার অবস্থা খুবই খারাপ। ওই রাস্তা দিয়ে আমি পঞ্চায়েত অফিসে যাতায়াত করি বর্ষার সময় হয়তো চলাফেরা করতে পারবো না ওই রাস্তা দিয়ে। তবে রাস্তাটি জেলা পরিষদের তাই পঞ্চায়েত কিছু করতে পারছে না নইলে পঞ্চায়েতের পক্ষ থেকে সারানোর ব্যবস্থা করতে পারতাম। পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও সহ জেলা পরিষদকে মৌখিকভাবে একাধিক বার জানিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তার সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার জানিয়েছেন, বাম আমলে রাস্তাটি তৈরি হয়। তারপরে মাঝে একবার মেরামত করা হয়। কিন্তু সেই মেরামত এত নিম্নমানের হয় যে কয়েক মাসের মধ্যে রাস্তার অবস্থা আগের জায়গায় চলে আসে। এই রাস্তা দিয়ে কয়েকটা গ্রামের মানুষদের নিত্যদিন চলাফেরা করতে হয়। থানা, বিডিও অফিস, স্কুল কলেজ, হাসপাতাল থেকে শুরু করে মার্কেট বাজার। আর সেই গুরুত্বপূর্ন রাস্তার বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু শাসক দলের কারো চোখে পড়ছে না।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী
একইভাবে কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, এই সরকার তো কোনো উন্নয়ন জানেন না শুধু মুখে উন্নয়ন কাজের বেলায় কিছু নেই। ওই রাস্তার যে অবস্থা তাতে করে বর্ষা শুরু হলে আর চলাফেরা করতে পারবে না মানুষ। রাস্তার কাজ শুরু হলে মানুষের উপকার হবে। সাধারণ মানুষ এখন শুধু অপেক্ষায় দিন গুনছে কবে ভালো রাস্তা হবে। আগের মত রাস্তায় চলাফেরা করতে পারবে ভালোভাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584