রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরির কাজে।এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল স্থানীয়রা।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মনিগ্রামে। মনিগ্রাম মোড় থেকে মসড্ডা মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজের শেষে পর্যায়ের কাজ চলছে।পীচের কাজ শুরু হতেই সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ। হাতে করেই উঠে যাচ্ছে পীচ রাস্তা। এলাকার মানুষ ক্ষোভের সাথে জানিয়েছেন, বার বার আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি।
আরও পড়ুনঃ রাস্তা হলেও জীর্ণ সেতু সংস্কারে উদাসীন,ক্ষোভ
দীর্ঘদিন আন্দোলনের ফলে কান্দির সাথে বড়ঞা ব্লকের সংযোগ কারি এই রাস্তার অনুমোদন হয়েছে।আমরা চাই আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার কাজ হোক।রাস্তা তৈরির কাজে এতটাই নিম্ন মানের দ্রব্য ব্যাবহার করা হচ্ছে তা আমরা মেনে নেবনা। প্রয়োজনে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584