সুদীপ পাল, বর্ধমানঃ
বালি বোঝাই ট্রাক নিয়মিত চলে রাস্তা দিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার জন্য সারা বছরই পথ কর্দমাক্ত হয়ে থাকে এই পথ। তাছাড়া নিয়মিত বালি বোঝাই গাড়ি যাওয়ার ফলে রাস্তা বেহাল হয়ে পড়েছে।
ঠিকমতো সংস্কার না করায় নাজেহাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চাঁচাই গেটবাজার থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর বক্তব্য, চাঁচাই, সড়ডাঙা, মহেশপুর প্রভৃতি গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে চাঁচাই স্টেশন এবং দুই নম্বর জাতীয় সড়কে যান।
আরও পড়ুনঃ বাস-অটোর সংঘর্ষে মৃত ২, জখম ৪
কিন্তু বালির গাড়ি চলায় রাস্তা নষ্ট হচ্ছে আর রাস্তা মেরামতের উদ্যোগও চোখে পড়ে না। বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে জানান নিত্যযাত্রীরা।
তাঁদের বক্তব্য, এমনিতেই বালির গাড়ি চলাচলের ফলে রাস্তা ভিজে থাকে তার সাথে বৃষ্টি হলে তো কথাই নেই! রাস্তা দ্রুত সারানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584