পরিচ্ছন্ন পরিবেশ গড়ার অভিযানে পথ নাটক প্রদর্শন

0
139

সুদীপ পাল ,বর্ধমানঃ

পরিচ্ছন্নতার পাঠ শেখাতে নিজেরা জঞ্জাল পরিস্কার করলেন এবং তারপর পথ নাটকের মাধ্যমে সচেতনতার পাঠও দিলেন পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের মানকরের নবীন সংঘ। ক্লাব কর্মকর্তা অরূপ দত্ত বলেন, মশা বাহিত রোগ প্রতিরোধ ও নির্মূল করার ক্ষেত্রে মানুষ কে সচেতন করতেই এই পদযাত্রা করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট বাসুদেব দত্ত বলেন, পূর্ব বর্ধমান জেলার মহকুমা শাসকের আহব্বানে এই পদযাত্রা।

নিজস্ব চিত্র

এদিন মানকর বাউরি পাড়া থেকে যে পদযাত্রা শুরু হয় তা পল্লীমঙ্গল লাইব্রেরী হয়ে স্টেশন বাজার পর্যন্ত পৌঁছায়। ক্লাব সদস্য বরুণ রায় বলেন, নবীন সংঘের এই পদ যাত্রায় ও ক্লাব সদস্য, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রী ও গ্রামবাসীরা সামিল হন। সকলে মিলে মানুষকে সচেতন হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি পদযাত্রার পথে ক্লাব সদস্যরা রাস্তার পাশে নোংরা আবর্জনা পরিস্কার করেন এবং কোথাও কোথাও নর্দমা ও শৌচালয়ও পরিস্কার করা হয়। অনুরোধ করা হয় যাতে বাড়ির আশে পাশে জমা জল না রাখা হয়, কারন জমা জলে মশার লার্ভার জন্ম হয়। সচেতনতার পাঠ দিতে পেরে খুশি ক্ষুদে পড়ুয়ারাও। তারা নিজেরা বলাবলি করছে, এবার থেকে দেখতে হবে সবাই ঠিকঠাক পরিস্কার থাকছে কিনা।

আরও পড়ুনঃ মাদারিহাট হাটপাড়া ময়দানে ফুটবল টুর্নামেন্ট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here