হরষিত সিংহ,মালদহঃ
আসন্ন দূর্গা পূজোর আগে শহরের সমস্ত বেহাল রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ নিল মালদহের ইংরেজবাজার পুরকর্তৃপক্ষ।ইতিমধ্যে পুরসভার অধীনস্থ গুরুত্বপূর্ণ রড় রাস্তাগুলির কাজ শুরু হয়েছে।পুরসভার সমস্ত ওয়ার্ডের রাস্তাগুলির মেরামতি ও সংস্কার দ্রুত সম্পূর্ণ হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।
ইংরেজবাজার পুরসভার বিভিন্ন পীচ ও কংক্রিটের রাস্তাগুলি বেহাল হয়ে পড়েছে। শহরের বেশ কিছু বড় বড় গুরুত্বপূর্ণ রাস্তায় ছোট বড় খনাখন্দ দেখা দিয়েছে।এছাড়াও এবার পুরসভার উদ্যোগে চালু হতে চলেছে নতুন পানীয় জল প্রকল্পের।সেই কাজ করতে গিয়ে প্রায় প্রতিটি ওয়ার্ডে পাইপ লাইন বসানো হয়েছে। রাস্তা খুঁড়ে সেই পাইপ বসানোর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তার।তাই প্রতিবছরের মত এবারো পুজোর আগে সমস্ত রাস্তাগুলি মেরামতির উদ্যোগ নিয়েছে পুরকর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভা সূত্রে জানা গিয়েছে রাস্তার কাজের জন্য রাজ্যসরকার প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করেছে।ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, প্রতিবছরের মত এবারো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের বেহাল রাস্তাগুলি সংস্কার করা হবে।প্রতিবছর বিটুমিনাস রাস্তা তৈরী করা হয়।কিন্তু সেই রাস্তা বেশিদিন যায়না। তাই এবার ম্যাস্টিক পদ্ধতিতে রাস্তা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তা গুলি দীর্ঘদিন মজবুত থাকে।
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পকে থিম করে মাদারিহাটের দুর্গাপূজার খুঁটিপূজা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584