নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বেহাল রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে কাজ হয়নি । চলাফেরা সমস্যায় পড়া বাসিন্দারা বাধ্য হয়ে নিজেরাই হাত লাগালেন রাস্তার কাজে । রবিবার হাতে হাত মিলিয়ে দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তা সরাই করেন গ্রামের পুরুষ ও মহিলারা । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের শায়েস্তা বাদ এলাকার কয়েক শ’ মানুষ এই কাজে এগিয়ে আসেন । সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান ও প্রশাসন । বংশীহারী ব্লকের শায়েস্তা বাদ মোরগা বাড়ির এই গ্রামটি বুনিয়াদপুর পুরসভা গড়ে ওঠার আগে শিবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল । পরবর্তী সময়ে শিবপুর গ্রাম পঞ্চায়েতের আর কোন অস্তিত্ব না থাকায় শায়েস্তাবাদ মোরগাবাড়ির এই গ্রামটি মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দেওয়া হয়। শায়েস্তাবাদ মোগরাবাড়ির বাসিন্দা আলাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন আমাদের গ্রামের এই রাস্তাটি বহুদিন আগে নিজেরাই তৈরি করেছিলাম তাই রাস্তাটি সংস্কার করার জন্য পঞ্চায়েত বা প্রশাসন উদ্যোগী হয় নি । বর্ষার আগে সমস্যার আজ করে গ্রামবাসীরা বাধ্য হয়ে সংস্কারে হাত লাগান । এদিন নিজেরাই টাকা জোগাড় করে বিভিন্ন সামগ্রী কিনে রাস্তার কাজ করেন । গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাঞ্জাব চৌধুরী ও গঙ্গারামপুরের মহকুমাশাসক দেবাঞ্জন রায় জানিয়েছেন , বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।
ফিচার ছবি প্রতীকী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584