পথ দূর্ঘটনা এড়াতে সহনাগরিক ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে ‘ উদয়ের পথে’

0
96

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ 

ঘনঘন পথ দূর্ঘটনা এড়াতে সহনাগরিক ও পথচারীদের সচেতন করার অদম‍্য লক্ষ্যে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘”উদয়ের পথে””ডোমকল থানা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় ভাদুড়িয়াপাড়া মোড়ের সংযোগ হতে নাজিরপুর মোড় অবধি পথ নিরাপত্তা সচেতনতা যাত্রা সংগঠিত করল।

road safety weak celebration
নিজস্ব চিত্র

দীর্ঘ এ যাত্রা পথে সুসজ্জিত ট‍্যাবলো, পথনিরাপত্তার আহ্বান ও সাযুজ‍্যপূর্ণ সংগীত পরিবেশনার মধ‍্য দিয়ে প্রায় শতাধিক মোটর সাইকেলে “উদয়ের পথে”র সদস‍্যবৃন্দ সহ সাধারণ পথচারীরা অংশ নেয়। রাস্তায় কর্তব‍্যরত সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের মনে “উদয়ের পথে”র এ কর্মসূচি গভীর রেখাপাত করে। সকলেই সাধুবাদ জানান। ২০শে এপ্রিল ২০২২, বুধবার, বেলা ৩টার সময় শুরু হয়ে বিকাল ৫টায় ডোমকল মহকুমা বাস টার্মিনাসের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ‍্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here