নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জেলা পুলিশের উদ্যোগে ১১ই জানুয়ারি থেকে শুরু হওয়া ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার মালদহ টাউন হলে। এদিন পুরস্কার বিতরণী এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়। তার পূর্বে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে মালদা শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
শোভাযাত্রায় পা মেলান পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
জানা যায় ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চলতি মাসের ১২ তারিখ যানবাহন স্বাস্থ্য পরীক্ষা, ১৫ ই জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবির, ১৬ ই জানুয়ারি বসে আঁকো প্রতিযোগীত সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সপ্তাহব্যাপী। তারই আজ সমাপ্তি অনুষ্ঠান মালদহ টাউন হলে অনুষ্ঠিত হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584