পথ নিরাপত্তা সপ্তাহ পালন বহরমপুরে

0
60

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল,এবং প্রতি বছর সেভ ড্রাইভ সেভ লাইফ পালন করা হয়।

road safety weeks celebrate in baharampur | newsfront.co
নিজস্ব চিত্র

এ বছর ২০১৯ সালের পয়লা সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অধীনে পথ নিরাপত্তা সপ্তাহ।আজকের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদিশ প্রসাদ মিনা,জেলা আরক্ষাধ্যক্ষ মুকেশ কুমার, আইনজীবী অরিন্দম সেন,এডিএমজি দেবতোষ ঘোষ,বিশিষ্ট চিকিৎসাবিদ ড: পি. রবি।আজকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে শুরু হল এই রেলি।

road safety weeks celebrate in baharampur | newsfront.co
বাইক রেলির সূচনা।নিজস্ব চিত্র

জেলাশাসক ফ্ল্যাগ অফ করার পর রেলির সূচনা করলেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার।বহরমপুর থেকে শুরু হয় এবং ৮ টি থানার ওপর দিয়ে রেলি ঘুরে ফের বহরমপুর এসে শেষ হবে।প্রায় ১৫০ কিলোমিটার পথ ঘুরবে আজকের এই রেলি।

আরও পড়ুনঃ বারাসাতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

প্রায় ১৫০ টির কাছাকাছি মোটরবাইক রয়েছে আজকের এই রেলিতে।উদ্দেশ্য একটিই মানুষকে সচেতন করার।২০১৬ থেকে ২০১৯ এর এই যে পথ চলা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির তাতে বহু পথদুর্ঘটনা কমে গিয়েছে।

আগামী দিনে যাতে দুর্ঘটনার পরিমাণ আরো কমে এবং মানুষের মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতনতা আরো বাড়ে সেটি হচ্ছে মূল উদ্দেশ্য।প্রথমত সাবধানতার সঙ্গে গাড়ি চালানো সেই সঙ্গে হেলমেট পড়া এই দুটিকে যথেষ্ট ভাবে কার্যকর করে তুলতে পেরেছে জেলা প্রশাসন। তবে এ কার্যকারিতা যাতে স্বভাবজাত হয় তার দিকে নজর দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here