নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পথ নিরাপত্তা নিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি পালন করল মালদা জেলা পুলিশ।
সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতার রালির মধ্যে দিয়ে শুরু হয় বিভিন্ন কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া,ডিএসপি(ট্রাফিক) শুভতোষ সরকার, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু ও জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক কর্তা আধিকারিকেরা।এদিনের র্যালিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহন করে।
শহরের বৃন্দাবনি ময়দান থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে।এছাড়াও এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে ট্রাফিক আইন নিয়ে সচেতন করেন পুলিশ কর্তারা।পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে শিবির করে লরি চালকদের চক্ষু পরীক্ষা করা হয়।পরীক্ষা করে চালকদের চশমা প্রদান করা হয়।
আরও পড়ুনঃ ২১ জুলাই প্রস্তুতিতে জনসংযোগের আহ্বান
জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া বলেন, সেভ ড্রাইভ সেভ লাইফের চতুর্থবর্ষ পূর্তি পালিত হচ্ছে।এদিন দিনভোর বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে জেলা জুড়ে ট্রাফিক নিরাপত্তা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584