নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত গানেই রোড শো বাবুলের

0
49

সুদীপ পাল,বর্ধমানঃ

প্রশ্ন হলো সেটি গান না স্লোগান।বিরোধীরা বলেন, এটি বিতর্কিত গান আর প্রার্থী বলেন এটি দলীয় স্লোগান। প্রার্থীর নাম বাবুল সুপ্রিয়। মহিশীলা থেকে রোড-শো শুরু করে বার্নপুরের বিভিন্ন এলাকায় প্রচার করতে গিয়ে বিতর্কিত গান বাজালেন তিনি।

    Road show of babul with controversial song নিজস্ব চিত্র

প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন কি এই গানটির সম্মতি দিয়েছে?তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসু বলেন, ওঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে বহুবার অভিযোগ করা হয়েছে।গান না বাজিয়ে কেন হিন্দুস্থান কেবলস বা বার্নস্ট্যান্ডার্ড বন্ধ হল,তার জবাব চাইছেন বিরোধীরা। বাবুল অবশ্য মনে করছেন এটি বিতর্কিত গান নয় দলীয় স্লোগান।

আরও পড়ুনঃ মায়ের হয়ে প্রচারে প্রিয় পুত্র

যদিও বিরোধীরা বলছেন তাঁর দলের পাশে যে মানুষ নেই তা বুঝেই বাবুল বিতর্ক সৃষ্টি করেছেন।অতিরিক্ত জেলাশাসক অরিন্দম রায় বলেন, ওই গান বাজানো নিষেধ আছে।তারপরেও তা বাজানো হয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here