মনিরুল হক, কোচবিহারঃ
দিনহাটা কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিতে মৃত ছাত্রের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে।সোমবার দিনহাটা ১ নম্বর ব্লকের পুঁটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কোয়ালিদহ গ্রামের নিহত ছাত্র নিতাই দাসের বাড়িতে যান উদয়ন বাবু।তাঁর সাথে প্রভাত বর্মণ সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন ছিলেন। সেখানে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সাথে বাদানুবাদ হয় বলেও অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, আজ স্থানীয় বিধায়ক তাঁদের বাড়িতে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলেন।এনিয়ে পরিবারকে হুমকিও দেন।ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা দিনহাটা- বলরামপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে ওই অবরোধ তুলে নেয় বলে জানা গিয়েছে।
অন্যদিকে বিধায়ক উদয়ন গুহর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি শুধুই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ তোলা নিয়ে কোনও হুমকি তিনি দেননি বলেও জানিয়েছেন তিনি। গোষ্ঠীকোন্দলের জেরে দিনহাটা কলেজের ছাত্র মৃত্যুর ঘটনায় গতকালই অভিযুক্ত ছাত্রনেতাকে টিএমসিপি থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরির অভিযোগে নির্মান বন্ধ করল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584