ভ্যাপসা গরমে বিদ্যুৎহীন চারদিন,ক্ষোভে রাস্তা অবরোধ মালদহে

0
65

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

ইলেকট্রিক ট্রান্সফরমার বিকল হয়ে চারদিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে।স্থানীয় বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান না মেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসিন্দারা।প্রায় এক ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ তুলে নেওয়া হয়।

নিজস্ব চিত্র

সোমবার সকাল থেকে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পুরাতন মালদার সাহাপুর চর-কাদির পুর গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মালদহ থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, তীব্র গরমে গত চারদিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা গ্রাম। সমস্যায় পড়েছেন তারা। তাই তারা সোমবার সকাল থেকে চরকাদিরপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা জানিয়েছেন, যতক্ষণ না গ্রামে বিদ্যুৎ আসবে ততক্ষন তারা অবরোধ করে বিক্ষোভ দেখাবে। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। প্রায় এক ঘন্টা অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ গত চারদিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই।

নিজস্ব চিত্র

এলাকায় একটি ট্রান্সফরমার বিকল হওয়ার কারনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় গ্রামে। গরমে অসুবিধায় পরেছেন তারা। বিদ্যুৎ না থাকার কারনে পড়াশোনা করতে পারছেনা শিশুরা। বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপরেও যদি বিদ্যুৎ না আসে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here