মনিরুল হক, কোচবিহারঃ
কুইন্টাল প্রতি ২৩৫০ টাকা দরে সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, সারের মূল্য বৃদ্ধি ও কালোবাজারী রোধ, বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ করল সারা ভারত কৃষকসভা। বৃহস্পতিবার দিনহাটা পাঁচমাথা মোড়ে এই অবরোধ করা হয়। এদিন বেলা ১২ টায় অবরোধ শুরু হয় একঘন্টা অবরোধ চলে। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতা তারাপদ বর্মন, কৃষক নেতা তারাসাধন সিংহ, দিলিপ সরকার, ইনছাফ উদ্দিন আহমেদ সহ আরও অনেক।
এদিনের এই পথ অবরোধে কৃষকসভার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, বছরের পর বছর ধরে সার, বীজ সহ কৃষি উপকরণের দাম বেড়ে চলেছে। অথচ কৃষি পণ্যের দাম বাড়ছে না। ধান ওঠার মরশুমে ধানের দাম নেমে যাচ্ছে, অভাবী কৃষক কমদামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। পাটের মরশুমেও একই পরিস্থিতি। ফলে গ্রামের কৃষকদের জীবনযাত্রার মান ক্রমশ তলানিতে গিয়ে পড়ছে। এদিনের এই পথ অবরোধে মহকুমায় বিভিন্ন এলাকার কৃষকরা শামিল হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584