সুদীপ পাল, বর্ধমানঃ
বিল বকেয়া থাকায় পঁচিশটি সাবমারসিবল পাম্প এর সংযোগ ইতিমধ্যেই কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর।অথচ শুধুমাত্র জলের অভাবেই আউসগ্রাম ১ এর বিঘের পর বিঘে ধান জমি শুকিয়ে যাচ্ছে।প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে গিয়েও সমস্যার সমাধান না মেলায় আজ পথ অবরোধে নামলেন চাষিরা।চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়,শিবদা মিলনী কৃষি উন্নয়ন সমিতি আওতায় রয়েছে পঁচিশটি সাবমারসিবল পাম্প আর দীর্ঘদিন বিদ্যুতের বিল বকেয়া রয়েছে পাম্প গুলির।
বিদ্যুতের বকেয়া বিলের পরিমান আঠাশ লক্ষ টাকা।এই টাকা দিতে না পারার ফলে কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে সেচনালার জলে যে চাষ হচ্ছিল সেই সেচনালার জলও এখন বন্ধ।ফলে শুধুমাত্র জলের অভাব ধান শুকিয়ে যাচ্ছে। চাষীদের একাংশের অভিযোগ, নিয়মিত জলকর শোধ করি তার পরেও কেন শুধু জলের অভাব এই মাঠের ধান মাঠেই শুকিয়ে যাবে। স্থানীয় সমবায় সমিতি,আউসগ্রাম ১ বিডিওর কাছে গিয়েও চাষীদের সমস্যার সুরাহা হয়নি। আজ ২ বি জাতীয় সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু মানুষ,গাড়ি। চাষীদের অভিযোগ,অবরোধ ছাড়া আর কোন পথ ছিল না।দিনের পর দিন সরকারি অফিসে গিয়েও সমস্যার সুরাহা হয়নি। অনেকেই বলছেন আমরা ধার-দেনা করে চাষ করি। এখন যদি মাঠে ধান মাঠেই মারা যায় তাহলে আমাদের কি হবে, চিন্তা করতে পারছি না।
আরও পড়ুনঃ অবৈধভাবে মাটি তোলার অভিযোগে গ্রেফতার দুই জন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584