নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ
ওভার লোডিং এর জন্য কোন লরির মালিক কে পাঁচ হাজার,আবার কোন মালিককে দশ হাজার আবার কাউকে চল্লিশ হাজার পর্যন্ত টাকা ফাইন করা হয়।বুধবার রাতে প্রায় ষাট জন লরির মালিক কে এই ভাবে মোটা অঙ্কের টাকা ফাইন করে এম ভি আই।এমন কি তাদের কাগজ পত্র নিয়ে কেসও দিয়ে দেওয়া হয় এবং রসিদও দেওয়া হয়। সেই মত তাঁরা এসডিও অফিসে ফাইন জমা দিতেও যান।কিন্তু এসডিও অফিস থেকে তাদের জানানো হয় যে তাদের কাছে কোন তথ্য নেই এই বিষয়ে।অবরোধকারীদের মধ্যে লরির চালক সেখ হিরার অভিযোগ,ফাইনও নিচ্ছে না।আবার আটকে থাকা গাড়ি গুলি ছাড়াও হচ্ছে না।
এতে লরির মালিকদের প্রভূত ক্ষতি হচ্ছে। অবিলম্বে গাড়ি গুলি ছেড়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকালে আরামবাগের সুজল পুরে আরামবাগ বর্ধমান ৭নং রাজ্য সড়ক অবরোধ করেন তারা। রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তারা।এতে ব্যস্ততম এই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে শয়ে শয়ে গাড়ি।অবরোধের খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আসে।তারা অবরোধ কারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন যে বিষয়টি মীমাংসা করা হবে।পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
আরও পড়ুনঃ পথ নিরাপত্তার সচেতনতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584