নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুলিশের সামনে পথ চলতি মানুষকে ধাক্কা পিকআপ ভ্যানের, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার৷ স্থানীয় সূত্রে খবর আজ বেলা প্রায় ৩টে নাগাদ গোয়ালতোড় থানার বখরী এলাকায় একটি পিকআপ ভ্যান পথ চলতী এক মানুষকে ধাক্কা মারে৷ গ্রামবাসীদের অভিযোগ সেই সময় রাস্তার ওপর পুলিশ দাঁড়িয়ে গাড়ী থেকে টাকা আদায় করছিল৷ এই পিকআপ ভ্যানটিকেও টাকা চাইতে গেলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পিকআপ ভ্যানটি তার স্পীড বাড়ায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী কে ধাক্কা মারে৷
স্থানীয়রা পিকআপ ভ্যানটিকে ধরে ফেলে৷ গ্রামবাসীদের অভিযোগ পুলিশ সেখানে দাঁড়িয়ে টাকা আদায় করছিল এবং তার হাত থেকে বাঁচতেই এই দুর্ঘটনা ঘটে৷ তাদের আরো অভিযোগ আহত পথচারীকে হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ সেখান থেকে পালাতে যায়৷ কিন্তু গ্রামবাসীরা সকলে মিলে পুলিশ ভ্যানটিকে ধরে ফেলে এবং বিক্ষোভ দেখাতে থাকে৷ বেলা প্রায় ৩টে থেকে এই অবরোধ চলছে৷
গোয়ালতোড় থানা থেকে আরো পুলিশ ঘটনাস্থানে গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে৷ অনুমান করা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হতে পারে আরো বাহিনী৷ এলাকায় টান টান উত্তেজনা৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584