বিজেপির সন্ত্রাস, পুলিশী নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের

0
76

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি।তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করছ, থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ।রবিবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নেমে রাস্তা অবরোধ করল তৃণমূলের কর্মী সমর্থকেরা।

অবরোধে তৃণমূল কর্মীরা।নিজস্ব চিত্র

এদিনও তৃণমূলের বুথ সভাপতি ভাগবত সাউকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।তারপরেই ক্ষুব্ধ জনতা ও তৃণমূলের নেতা কর্মীরা সাঁকরাইলের রগড়া রোহিনী পিচ রাস্তায় অবরোধ শুরু করেন। উল্লেখ্য চলতি মাসের গত ২৩ তারিখ বিজেপির ১১ জন সদস্য নিয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে।বোর্ড গঠনের পর এলাকায় ফিরে বিজেপি কর্মীরা তৃণমূলের উপর চড়াও বলে অভিযোগ।গত বৃহস্পতিবার রাতে লাউদহ,আধারিয়া এলাকায় উত্তেজনা ছড়ায়।তারপর থেকে তৃনমূল ও বিজেপি দফায় দফায় সংঘর্ষে তির এবং অস্ত্রের আঘাতে উভয় পক্ষের মোট বারো জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি।হেমন্ত দোলই নামে এক জন তৃণমূল কর্মী তীরের আঘাতে গুরুতর জখম হয়ে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি হয়। এখনো পিজিতেই তার চিকিৎসা চলছে বলে দলীয় সুত্রে জানা গিয়েছে।অন্যদিকে গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নেদাবহড়া,পটাশিমুল গ্রামপঞ্চায়েত এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল।বোর্ড গঠনকে কেন্দ্র করে নেদাবহড়াতে বিজেপির হাতে আক্রান্ত হয়েছিল তৃনমূলের সদস্য।তাদের বাঁচাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয় বিজেপির হাতে।গুরুতর আহত হয়েছিল চার পুলিশ কর্মী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here