স্থানীয় মানুষের ক্ষোভে বন্ধ মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা রাস্তার কাজ

0
368

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Road work to stop due to  anger of the local people
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পর কেটেছে অনেকটা দিন।অবশেষে কাজ শুরু হলেও সম্প্রসারণের বদলে মাটি কেটে চলছে সংকোচনের কাজ।প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

Road work to stop due to  anger of the local people
নিজস্ব চিত্র
Road work to stop due to  anger of the local people
নিজস্ব চিত্র
Road work to stop due to  anger of the local people
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অন্তর্গত বেলদা ১ অঞ্চলের বড়মাতকতপুর গ্রামে।

Road work to stop due to  anger of the local people
বন্ধ কাজ।নিজস্ব চিত্র

প্রসঙ্গত ৩ ডিসেম্বর ২০১৮,কেশিয়াড়ির প্রশাসনিক সভা থেকে বেলদার পুরানো কাঁথি রাস্তা অর্থ‍াৎ বেলদা লাখপতি রোড থেকে ঠাকুরচক পর্যন্ত প্র‍ায় ৫ কিমি পর্যন্ত বিটুমিনাস রাস্তার শিলান্যাস করেন।লোকসভা নির্বাচনের পরেই কাজ শুরু হলেও রাস্তা প্রসারণের বদলে মাটি কেটে সংকোচন চলছে।ঠিকাদারকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এই কারনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।

Road work to stop due to  anger of the local people
টুম্পা মাইতি,আন্দোলনকারী।নিজস্ব চিত্র
Road work to stop due to  anger of the local people
সুকোমল মাইতি,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

তাদের আরও দাবি দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলার সময় পানীয় জল সরবরাহের পাইপ ফাটিয়ে দেয়।সারাইয়ের কথা বলা হলে কোন ব্যবস্থা নেয়নি ঠিকাদার।ফলে নিজেদের সার্বিক দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে মৌখিক জানায় স্থানীয়র‍া।

আরও পড়ুনঃ অপসারিত জেলা সভাপতি রবীন্দ্রনাথ,দায়িত্বে বিনয়কৃষ্ণ-পার্থপ্রতীম

Road work to stop due to  anger of the local people
অভিজিৎ বিশ্বাস,সমষ্টি উন্নয়ন আধিকারিক।নিজস্ব চিত্র

বিডিও জানান,”যেহেতু ঘটনা আমার কানে এসেছে নিশ্চয়ই তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।”

দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here