দিনদুপুরে ব্যাঙ্ককর্মীকে গুলি করে দুঃসাহসিক টাকা ছিনতাই মালদহে

0
87

হরষিত সিংহ,মালদহঃ

টাকা তুলে ফেরার পথে দিনদুপুরে এক বেসরকারি ব্যাংকের কর্মীকে গুলি করে সর্বস্ব লুট করে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা অঞ্চলের বালুভরট এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাংককর্মীর নাম বাপি হালদার(২৫)। তার বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার পাগলীগঞ্জ এলাকায়। তিনি বন্ধন ব্যাংকের কুশিধা শাখার কর্মী ছিলেন। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, কুশিধা শাখার ওই ব্যাংককর্মী এদিন সাইকেলে চেপে অনাদায়ী ঋণের টাকা সংগ্রহ করে ব্যাংকে ফিরছিলেন। দুপুর দেড়টা নাগাদ বালুভরট এলাকায় তিনজন দুষ্কৃতি তার পথ আটকায়। টাকার ব্যাগ ছিনতাইয়ের জন্য ওই কর্মীর সাথে ধস্তাধস্তি হয় দুষ্কৃতিদের। এরপরই মাথায় গুলি করে তার কাছ থেকে টাকা ভরতি ব্যাগ ও একটি এটিএম সোয়াইপ মেশিন লুঠ করে একটি বাইকে চেপে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ব্যাঙ্ক কর্মীর দেহ।ছবিঃ অভিষেক দাস

স্থানীয়দের সহযোগিতায় জখম ব্যাংককর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়ে দেন। চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন, খুনিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে, মৃত কর্মী বাপি হালদারের কাছে কত টাকা ছিল তা কেউই বলতে পারছেন না। যেসব গ্রাহক তাকে টাকা জমা দিয়েছিলেন, তাদের রসিদ দেখার পরেই লুঠ হওয়া টাকার পরিমান জানা যাবে বলে জানিয়েছেন বন্ধন ব্যাংকের কুশিধা শাখার ম্যানেজার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here