মধ্যরাতে সোনার দোকানে ডাকাতির পর ভাঙলো ব্যাঙ্কের তালা

0
76

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার অন্তর্গত খারুই বাজারে গভীর রাতে একটি সোনার দোকানে ডাকাতি করল একটি ডাকাত দল। সামনে থাকা একটি সমবায় ব্যাঙ্কেও হানা দেয়।তবে শাটার কাটার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা চলে আসায় চম্পট দেয় ডাকাত দলটি।স্থানীয়রা এ খবর দেয় সোনার দোকান মালিক ও ব্যাঙ্কের ম্যানেজার কে ঘটনাস্থলে ছুটে আসেন সোনা দোকানের মালিক ও ব্যাঙ্কের ম্যানেজার।

সোনার দোকানে লুঠ। নিজস্ব চিত্র

সোনার দোকানের মালিক সদানন্দ সামন্ত জানান দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়া গিয়েছে সাথে লকারে থাকা লগদ কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে।ব্যাঙ্কে ম্যানেজার অশোক কুমার সামন্ত জানান সোনার দোকানে খোয়া গেলেও ব্যাঙ্ক থেকে কোন কিছু খোয়া যায়নি,শুধু তালা ও ব্যাঙ্কের গেটের শাটার ভাঙতে সক্ষম হয়, স্থানীয়রা আশাতে চম্পট দেয় ওই ডাকাত দলটি। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ আসে। স্থানীয়দের অভিযোগ রাতে পহরি না থাকায় ডাকাত দলে বাড়বাড়ন্ত বেড়েই চলেছে রাতে পহরী থাকলে এহেন ঘটনা ঘটত না।তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here