শ্যামল রায়,কালনা:-
মঙ্গলবার সন্ধ্যে নাগাদ কালনা থানার অন্তর্গত সিংহের কোণে একটি রাষ্ট্রীয় ব্যাংকে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে যে ডাকাত দলটি বন্দুক দেখিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা নিয়ে এলাকা থেকে পালিয়েছে।
ব্যাংকটিতে পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে যে এদিন দুইটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী ব্যাংকে এসে পৌঁছায়।
দুষ্কৃতীদের হাতে রিভলভার সহ একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। ব্যাংকে ঢুকেই দুষ্কৃতীরা ব্যাংকের কর্মচারীদের মাথায় রিভলবার ঠেকিয়ে ক্যাশ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও সোনার গহনা নেয়ারও অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে ওই সময় ব্যাংকে বহু আমানতকারী সোনা ব্যাংকে রেখে লোন নেওয়ার জন্য তারা ব্যাংকে উপস্থিত থাকার কারণে দুষ্কৃতীরা ব্যাংকে আসা আমানতকারীদের কাছ থেকেও নগদ টাকা এবং সোনার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজনারায়ন জানিয়েছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে এবং ব্যাংকের কর্মচারীদের কেউ জিজ্ঞাসাবাদ করা চলছে। এতদাঞ্চলের একটি রাষ্ট্রীয় ব্যাংক ইউ কো ব্যাংকে এই ধরনের দুষ্কৃতীদের ডাকাতির ঘটনা ঘিরে ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং তদন্ত চালাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584