লকডাউনে ব্যাংকের সিএসপি থেকে লক্ষাধিক টাকা লুঠ রায়গঞ্জে, গ্রেফতার এক

0
59

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সাত সকালে গ্রামে টাকা লেনদেন করতে আসা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে হামলা চালালো একদল দুস্কৃতি। এমনকি সিএসপির কর্মীকে মারধর করে লুট করে নেওয়া হল কয়েক লক্ষাধিক টাকা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে।

arrest | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এদিন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের (সিএসপি) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, এবং কাস্টমার সার্ভিস পয়েন্টের ভিড় সামলাতে গ্রামের খোলা মাঠেই লেনদেনের ব্যবস্থা করা হয়। গত দুদিন থেকে এই ভাবেই পরিষেবা দেওয়ার কাজ চলছিল বলে জানান ওই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক কমল রায়।

আরও পড়ুনঃ বিনামূল্যে রেশন মিললেও, সংসার চালাতে মাছ বিক্রি গ্রামবাসীদের

কিন্তু শনিবার সকালে আচমকাই পাশের গ্রামের একদল যুবক সেখানে এসে জনধন অ‍্যাকাউন্টের ব্যালেন্স ও টাকার পরিমান নিয়ে প্রথমে বচসা বাঁধায়। এরপর তারা সেবা কেন্দ্রের মালিককে ব্যাপক মারধর শুরু করে বলে অভিযোগ।

এমনকি তার কাছে থাকা গ্রাহকদের অ‍্যাকাউন্টে জমা করা প্রায় চার লাখ টাকা নিয়ে চম্পট দেয় বলে বলে অভিযোগ গ্রাহকদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।

এর পাশাপাশি তদন্তের শুরুতেই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা নিছকই বচসার কারনে বা অভাবের তাড়নায় নাকি স্বভাব সিদ্ধ ডাকাতদের কাজ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও সাত সকালে গ্রামের খোলা মাঠে গ্রাহকদের সামনেই এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here