প্রকাশ্য দিবালোকে ছিনতাই আরামবাগে

0
108

নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ

আরামবাগে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে তিন লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে, আরামবাগ থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ট্রাফিক সিগন্যালের সামনে এক ব্যক্তির কাছ থেকে ব্যাগে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এই ঘটনা ঘটে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায়। ক্ষতি গ্রস্ত ঐ ব্যক্তির নাম প্রদীপ কুমার ভাণ্ডারী। তাঁর বাড়ি আরামবাগের বৃন্দাবন পুর ১ ওয়ার্ডে। তিনি কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ের কর্মী। প্রদীপ বাবু জানান, দুষ্কৃতিরা তাঁর ব্যাগটি ধরে তাঁকে ঠেলে ফেলে দেয়। তিনি ব্যাগটি না ছাড়াই হাতে মারে।এতে তিনি ছিটকে পড়েন এবং তাঁর বাঁ হাতে মারাত্মক চোট পান। ঘটনার পরে তিনি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। তারপর তাঁর আত্মীয়স্বজনরা খবর পেয়ে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিন বেলা বারটা নাগাদ তিনি কালিপুর কলেজ লাগোয়া ডাকঘর থেকে ৫০ হাজার টাকা তোলেন।পরে সেখান থেকে হেঁটে আরামবাগ স্টেট ব্যাংকে আসেন।এখান থেকে আড়াই লক্ষ টাকা তোলেন।সেখান থেকে হেঁটে গৌরহাটি মোড়ের দিকে আসছিলেন। ঠিক তখনই একটি মোটর বাইকে চেপে দুজন অত্যন্ত দ্রুত গতিতে আসে ও তার সামনে দাঁড়ায়। তাঁর ব্যাগটি ধরে তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতে তিনি ছিটকে পড়ে যান। হাতে ব্যাগটি ধরে থাকায় হাতে মারে ও টাকা শুদ্ধ ব্যাগটি ছিনিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটেছে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের সামনেই। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ছিনতাই স্থলের আশে পাশের দোকানের সি সি টিভি ফুটেজ দেখছে পুলিশ।নিজস্ব চিত্র

সি সি টিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলেও জানাচ্ছে আরামবাগ থানার পুলিশ। যদিও সিগনালে থাকা সিসিটিভি গুলো খারাপ বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশাপাশি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।ক্ষতিগ্রস্থ ওই ব‍্যক্তির মেয়ে সুদীপা ভান্ডারীর দাবি, দীর্ঘ দিন ধরে সিগনালে থাকা সি সি টি ভি ক‍্যামেরা অকেজো হয়ে পড়ে আছে।ক‍্যামেরা সারানো হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এদিন তিনি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here