ফের বেলদাতে একাধিক দোকানে চুরি

0
55

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

একই রাত্রে একই থানা এলাকার একাধিক দোকানে ঘটলো চুরি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে। ব্যবসায়ী ও এলাকাবাসীদের অভিযোগ, বারবার এই ধরনের চুরির ঘটনা ঘটলেও কোনবারই পুলিশ অভিযুক্তদের ধরতে পারেনি ।

shop | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত গত কয়েকদিন আগেই বেলদা থানার গুড়দলাতে একটি চুরির ঘটনা ঘটে। এখনও পর্যন্ত তার কোন সুরাহা হয়নি। আর সেই ঘটনার কয়েক দিনের মাথায় একই রাত্রে খাকুড়দার একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিনের এই ঘটনায় জানা যায়, দুটি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন, দোকানের ভেতরে টাকার বাক্সের তালা ভাঙা।জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। এক আলু ও পেঁয়াজ ব্যবসায়ীর দোকানের পেছনের দিকে জানালার লোহার রড কেটে চোরেরা ভেতরে ঢুকেছে বলে মনে করা হয়।

police | newsfront.co
তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা ভ্রুকুটিতে ঝাড়গ্রামে চিহ্নিত প্রথম কন্টেইনমেন্ট জোন

পাশেই পড়ে রয়েছে সেই লোহা ভাঙার সরঞ্জাম ও লোহার রড। অপর এক ফাস্টফুড ব্যবসায়ীর দোকানের পেছনের দরজা ভাঙা। দোকানের বেশ কিছু জিনিস এবং টাকা পয়সা নিয়ে গিয়েছে চোরেরা। দুই ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান কোন ছোটখাটো চোরেদের কাজ এটা।

সকালে অভিযোগ জানানোর পর দুপুরে উক্ত স্থানে তদন্তে আসে বেলদা থানার পুলিশ। বারবার অভিযুক্তরা ধরা না পড়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এবারের ঘটনায় অভিযুক্তরা ধরা পড়ে কিনা সেই দিকেই তাকিয়ে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here