সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
শতাব্দী প্রাচীণ কৌতলা রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।চুরি গেল ৫০ হাজার টাকা।স্কুলের ছাত্র-ছাত্রীরাও আতঙ্কিত।জানা যাচ্ছে যে গতকাল স্কুলে জন্মাষ্টমীর ছুটি থাকায় স্কুল বন্ধ ছিল।সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কুলে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে স্কুলের লাইব্রেরি,মিড ডে মিলের ঘর স্টাফ রুম সমস্ত তছনছ করে দিয়ে গেছে চোর।স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে গিয়েছে।
সেই সঙ্গে স্কুলের কিছু গুরুত্বপূর্ণ স্মারক,রুপার কয়েন ও খোয়া গিয়েছে।ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রেই স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষক সনৎকুমার মন্ডল।
ইতিমধ্যে স্কুলে উপস্থিত হয়ে যান ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্য স্থানীয় শিক্ষকগণ।খবর দেওয়া হয় রায়দিঘী থানায়। রায়দিঘী থানা থেকে পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে থানায় জমা দিতে বলে গিয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ তালা ভেঙে মন্দির থেকে চুরি লক্ষাধিক টাকার গহনা
স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম হারিয়ে যাওয়ায় বিপাকে স্কুলের শতাধিক ছাত্রছাত্রী।এর সঙ্গে স্কুলের ব্যবহার্য নলকূপ ভেঙ্গে দেওয়ায় মিডডে মিলের রান্নার বিঘ্ন ঘটছে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584