বুনিয়াদপুরে একইসাথে ৩ টি দোকানে চুরি

0
126

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

একই সাথে ৩ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুরে। বৃহস্পতিবার দঃ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পীরতলা ও নলপুকুর এলাকায় দুটি ইলেকট্রনিক্স ও একটি কাপড়ের দোকানে একসাথে চুরি হয়। খবর পেয়ে এইদিন সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। একসাথে তিনটি দোকানে চুরির ঘটনায় শহর জুড়ে প্রশাসনিক কড়া নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

banshihari Police station | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে ইলেকট্রনিক্স দোকান মালিক অতনু প্রামানিক বলেন, “বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের ৩টি তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার ,ল্যাপটপ সহ চুরি গিয়েছে ইলেকট্রনিক্স দোকানের সবকিছু। বিষয়টি নজরে আসতেই থানায় জানাই।”

আরও পড়ুনঃ উদ্বেগ বাড়াচ্ছে মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি, মোট আক্রান্ত ৬৪৭

ঘটনার পরই বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিকরা। একই দিনে একই সাথে তিনটি দোকানে চুরির ঘটনায় কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here