দল গোল পেলেই সব ছবি বদলাবে বলছেন ফাউলার

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এটিকে মোহনবাগানের জয়ের রথ থামিয়ে দিয়েছে জামশেদপুর এফসি, তারপরে ইস্পাতনগরীর ক্লাব এখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। এই আত্মবিশ্বাসের সামনে নিজেদের কীভাবে লড়াইয়ে ফেরাতে পারবে জয়হীন ও গোলহীন ইস্টবেঙ্গল, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

SC Eastbengal coach | newsfront.co

গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে যে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন লাল-হলুদ শিবিরের খেলোয়াড়রা, তার মধ্যে অবশ্য লড়াইয়ে ফেরার স্পষ্ট ইঙ্গিত ছিল। চোট-আঘাত সমস্যা এখনও সেভাবে কাটিয়ে উঠতে পারেনি রবি ফাউলারের দল। এই সীমাবদ্ধতা সত্ত্বেও ওয়েন কোইলের দলকে হারিয়ে তারা কি জয়ের পথে আসতে পারবে? এটাই এই ম্যাচে সবচেয়ে বড় প্রশ্ন লাল হলুদ সমর্থকদের কাছে।

আরও পড়ুনঃ চলে গেলেন মেসিদের প্রাক্তন কোচ সাবেয়া

কিন্তু আহত ড্যানিয়েল ফক্সের অনুপস্থিতি ও অপর ডিফেন্ডার স্কট নেভিলের ব্যর্থতা তাঁদের গত ম্যাচে ডুবিয়ে দেয়। সেই ছবি কি লক্ষী বারে দেখা যাবে এই ম্যাচ হারলে আইএসএলে ফিরে আসা কঠিন হবে।

আরও পড়ুনঃ হল বদলা রোনাল্ডোর কাছে উড়ে গেল মেসির বার্সা

এই বিষয়ে লাল হলুদ কোচ ফাউলার জানান, “আইএসএলের প্রতিটি ম্যাচই কঠিন। অন্যান্য ম্যাচের মতো বৃহস্পতিবারের ম্যাচটাও আমাদের জন্য খুবই কঠিন হবে। টুর্নামেন্টের প্রতিটি দলই শক্তিশালী। একে অপরকে হারানোর ক্ষমতা রাখে। আগের ম্যাচের ভুল যেন না হয়, সেদিকেই আমাদের নজর দিতে হবে। একটা কথা বলে রাখা ভাল। আমরা মোটেও খারাপ খেলছি না। তবে রেজাল্ট আমাদের হয়ে কথা বলছে না এটাও ঠিক। এ রকম পরিস্থিতিতে নিজেদের উপরে বিশ্বাস হারালে চলবে না।”

মোহনবাগানকে হারায় জামশেদপুর সেই বিষয়ে লাল হলুদ কোচ বলেন, “এমন ব্যাপার না ওরা হেরেছে বলে আমরা হারবো ঘুরে দাঁড়ানো সম্ভব ওদের হারানো যায় এই বিশ্বাস রাখি দল গোল পেলেই সব ছবি বদলাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here