চেন্নাই ম্যাচ ড্রতে সন্তুষ্ট নন লাল হলুদ কোচ

0
48

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বারবার জয়ের সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক ভাবেই হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। সোমবার জিএমসি স্টেডিয়ামেও তাঁদের জেতা উচিত ছিল বলে মনে করেন ফাউলার।

Robbie Fowler | newsfront.co

ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি এই হতাশা প্রকাশ করে বলেন, “আমরা আজ জেতার মতোই খেলেছিলাম। ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। তা সত্ত্বেও তিন পয়েন্ট পেলাম না! আমি হতাশ। তবু আমরা ম্যাচটা হারিনি। দশ জনেও আজ আমরা ওদের (চেন্নাইন এফসি) চেয়ে ভাল খেলেছি।”

সোমবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে চলতি হিরো আইএসএলে তাদের ১২ নম্বর ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলেও গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এসসি ইস্টবেঙ্গল। ৩১ মিনিটের মাথায় তরুণ মিডফিল্ডার অজয় ছেত্রী লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর বিপক্ষকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় লাল-হলুদ বাহিনী। এই নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত তারা। চলতি লিগে মুম্বই সিটি এফসি (১০) ছাড়া আর কোনও দল টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকেনি।

আরও পড়ুনঃ পন্থের ব্যাটে অজি মেজাজে সিরিজ জয় ভারতের

কিন্তু একাধিক সহজ সুযোগ পেয়েও এদিন তা কাজে লাগাতে পারেনি ফাউলার-বাহিনী। এই প্রশ্ন উঠলে কোচ কার্যত তা উড়িয়ে দিয়ে বলেন, “প্রতি ম্যাচেই আমাকে আক্রমণ বা রক্ষণ নিয়ে প্রশ্ন শুনতে হয়। প্রতি ম্যাচেই আমি আমার দলের ছেলেদের হয়েই কথা বলি। আজও তাই বলব। আমি ওদের সম্পর্কে কোনও খারাপ কথা বলতে পারব না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here