অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
টানা আটটি ম্যাচে জয় না পাওয়ায় লিগ টেবলে নামতে নামতে এখন সাত নম্বরে জায়গা হয়েছে গতবারের সেমিফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-র। সেই দলের বিরুদ্ধে মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধেই শেষ জয়টা পেয়েছিল তারা। তারপর থেকে চারটি ম্যাচে জয়হীন লাল-হলুদ শিবির। মঙ্গলবার তিলক ময়দান স্টেডিয়ামের ম্যাচটি তাই দুই দলের কাছেই জয়ে ফেরার লড়াই।
গত এক মাসে যে সাতটি ম্যাচ খেলেছে রবি ফাউলারের দল, সেই সাত ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জিতেছে, ওডিশা এফসি ও বেঙ্গালুরুর বিরুদ্ধে। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ ড্র করে তারা। মাত্র একটিতে হার। তাও সেটা শীর্ষস্থানীয় দল মুম্বই সিটি এফসি-র কাছে। মুর্তাদা ফল ২৭ মিনিটে একমাত্র গোলটি করার পরে অনেক চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি মুম্বই।
বরং দ্বিতীয়ার্ধে তাদের বেশ চাপে ফেলে দিয়েছিলেন ব্রাইট ইনোবাখারে, জাক মাঘোমারা। মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে বল পজেশনে অনেক এগিয়ে থেকেও, বিপক্ষের চেয়ে দেড়গুন বেশি পাস খেলেও শেষ পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি রবি ফাউলারের দল।
আরও পড়ুনঃ যোগ্য দল হিসেবেই তারা জয় পেয়েছে, বলছেন হাবাস
তবে সেই ম্যাচে নিজেদের ক্ষমতা ও দক্ষতার প্রমাণ দেয় এসসি ইস্টবেঙ্গল। দলটা যে ক্রমশ উন্নতি করছে, তা সেই ম্যাচেই টের পায় মুম্বই সিটি এফসি। পরের ম্যাচে এফসি গোয়াকেও রুখে দেয় তারা। প্রথম লিগের ম্যাচে সুনীলদের বিরুদ্ধে নির্বাসিত থাকায় ডাগ আউটে থাকতে পারেননি লাল হলুদ হেডস্যার ফাউলার আর জয় পায় ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচে ফাউলার থাকছেন বেঙ্গালুরুর বিরুদ্ধে কি জয়ের ধারা বজায় থাকবে!
আরও পড়ুনঃ ক্রীড়াক্ষেত্রে বাজেট কমালো কেন্দ্রীয় সরকার
সেই বিষয়ে ফাউলার জানান, “পয়েন্টের বিচারে পরের রাউন্ডে যাওয়া মুশকিল তবে আমি জয় চাইছি। আর বেঙ্গালুরুর হারানোর কিছু নেই তাই ওরা অল আউট ঝাঁপাবে আমরা ওদের হালকা ভাবে নিচ্ছি না।ফিরে আসতেই পারে ওরা।টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি অনেক সুযোগ পেয়েছে কিন্তু ওরা ফিনিশ করতে পারেনি তবে চেষ্টা করেছে আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584