অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া একে তো ডার্বি-সহ দুটো ম্যাচ হেরে চাপের পাহাড়, তার ওপর চোট সমস্যা। সব মিলিয়ে আগামীকাল নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে চাপের পাহাড়ে টিম ইস্টবেঙ্গল। এই সমস্যা কাটিয়ে উঠতে এখন কী কী করতে হবে, সেটাই ভাবতে হচ্ছে দলের ব্রিটিশ কোচ রবি ফাউলারকে।
অন্য দিকে, তিন ম্যাচে অপরাজিত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জায়গা করে নিয়েছে লিগ টেবলে প্রথম চারের মধ্যে। মুম্বই সিটি এফসি-কে প্রথম ম্যাচে হারানোর পরে কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে তারা। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগ নিয়ে এই ম্যাচে জয়ে ফিরে আসতে নিশ্চয়ই মরিয়া তারা। এই দলে আবার সহকারী কোচ লাল হলুদের প্রাক্তন বিতর্কিত কোচ খালিদ জামিল।
আরও পড়ুনঃ আই লাভ ইউ বলতে শিখিয়েছো শোক গাথায় লিখলেন পেলে
প্রথম দুই ম্যাচে পাঁচ গোল খাওয়ার পর সময় চেয়েছেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। দু’টি ম্যাচ খেলা হয়ে গেলেও কোনও ইতিবাচক ফল পাননি তিনি। দলকে জয়ের রাস্তায় নিয়ে আসতে তিনি বদ্ধপরিকর ঠিকই। কিন্তু কী ভাবে নিয়ে আসবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। চোট-আঘাতের সমস্যা, প্রস্তুতির অভাব আইএসএলে খেলা দলগুলির মধ্যে সবচেয়ে কম প্রস্তুতি নিতে পেরেছে লাল-হলুদ শিবিরই।
আরও পড়ুনঃ জিতেও দলের চোট নিয়ে চিন্তায় হাবাস
কারণ, তারা যে এই লিগে খেলতে পারবে, তা নিশ্চিতই হয়েছে মাস দেড়েক আগে। তার পরে দল গড়ে তিন সপ্তাহের প্রস্তুতি। এটা যে যথেষ্ট ছিল না, তা এখন ভাল মতোই বুঝতে পারছেন দলের কোচ ও খেলোয়াড়রা। সে ভাবে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি তারা। তাই একটা নতুন কম্বিনেশনের সেট হতে যতটা ম্যাচ প্র্যাকটিস লাগে, তা পায়নি লাল-হলুদ শিবির। যার ফলে শুরুতেই ধাক্কা খেতে হয়েছে তাদের। এটিকে মোহনবাগানের কাছে দুই ও মুম্বই সিটি এফসি-র কাছে তিন গোল খেয়েছে রবি ফাউলারের দল।
ম্যাচের আগের ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ ফাউলার জানান,”সত্যি লড়াই কঠিন বিশেষ করে দুটো ম্যাচ হেরে গিয়ে দলের উপরে চাপ পড়েছে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ভয় ডরহীন ফুটবল খেলবো। শুরুতে সব দলের অবস্থাই প্রায় উনিশ বিশ দলের একটা জয় সব কিছু ছবি র বদল করে দিতে পারে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584