শীঘ্রই মুক্তি পাবে নতুন রূপে সজ্জিত রবি ঠাকুরের ‘বাউল’

0
125

মোহনা বিশ্বাস , বিনোদন ডেস্কঃ

pic 3| newsfront.co
সুরকার বাবী ব্যানার্জী। ফাইল চিত্র

“মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়।” এক বাউলকে দেখে বন্দি জীবন থেকে মুক্ত হতে চাওয়া একটি ছেলের গল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বাউল’, আসছে নতুন রূপে। এই কবিতাটি আবৃত্তি করবেন বিশিষ্ট শিল্পী শর্মিষ্ঠা রায়। আর সেখানে আবহ সুর দিয়েছেন বাংলা ব্যান্ড তেপান্তর-এর বাবী ব্যানার্জী। এই সুর করার জন্য লোক সঙ্গীতে বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র ‘ব্যাঞ্জো’ ব্যবহার করেছেন তিনি।

 

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আদলে এই আবহ সুর তৈরী করেছেন বাবী। শীঘ্রই ইউটিউবে মুক্তি পেতে চলেছে নতুন রূপে সজ্জিত ‘বাউল’। একটি বাচ্চা ছেলে সারাদিন পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রেখে চলে। বাড়ির মধ্যেই বড়োদের শাসনে থাকতে হয় তাকে। ঘরের চৌহদ্দির বাইরের মুক্ত জগতকে  ছুঁতে চায় সে। কিন্তু বাড়িতে কড়া শাসন। তাই বাইরে যাওয়ার উপায় থাকে না তার। পড়াশোনা না করলে ঘরে বন্দি করে রাখা হয় তাকে। একদিন সেই বন্ধ ঘরের জানলা দিয়ে এক বাউলকে দেখতে পায় সেই বাচ্চা ছেলেটি। বাঁধন ছাড়া সেই বাউলকে দেখে উচ্ছ্বসিত হয়ে মনের কথা বলতে থাকে ছেলেটি। ছেলেটির ঐ কথাগুলোই ‘বাউল’ কবিতায় লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের এই কবিতা আবৃত্তি করতে পেরে খুশি শর্মিষ্ঠা।

pic 2| newsfront.co
শিল্পী শর্মিষ্ঠা রায়। ফাইল চিত্র

আরও পড়ুনঃক্যাব-এনআরসি বিরোধিতায় এবার সংখ্যালঘুরা

পাশাপাশি বিশ্বকবি-র কবিতায় আবহ সুর দিয়ে আপ্লুত বাবীও। তিনি বলেন, কবিতাকে নতুন ভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াই তার প্রধান উদ্দেশ্য। শর্মিষ্ঠা-র আবৃত্তি ও বাবী-র আবহ সুরে শর্মিষ্ঠা রায়-এর এই নতুন প্রয়াস সফল হবে বলেই আশা করা যায়। নতুন রূপ পাওয়ার পর বাউল-এর ভাঙ্গন লাগা গানে মাতন ভরে উঠবেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here