মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
রাজকীয় মেজাজকে সঙ্গী করে জিতে ফিরলেন রজার ফেডেরার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ক্যামেরন নোরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছতে বিশেষ অসুবিধে হল না তাঁর। জিতলেন ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। একই সঙ্গে অভিষেকেই চতুর্থ রাউন্ডে উঠে নজর কাড়লেন ১৮ বছর বয়সি এমা রাডুকানু।
শনিবার ফেডেরারের বিরুদ্ধে ব্রিটেনেরই নোরি তৃতীয় সেট ৭-৫ দখল করে আশা জাগিয়েছিলেন অঘটনের। তবে চতুর্থ সেটে ফেডেরারকে থামানো যায়নি। তিনি ৬-৪ জিতে শেষ ষোলোতেও পৌঁছে যান। এদিন প্রথম দুটি সেটে সহজেই জয় পেয়ে যান ফেডেরার। ৬-৪, ৬-৪ এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ৫-৭ সেটটি হেরে যান ফেডেরার। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান তিনি। ৬-৪ জিতে শেষ ষোলোতেও পৌঁছে যান।
আরও পড়ুনঃ মেসি জাদু: কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
এবার তাঁকে খেলতে হবে ইটালির লোরেনজো সোনেগোর বিরুদ্ধে। এ নিয়ে ১৮ তম বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন রজার ফেডেরার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584