নিউজ ফ্রন্ট, ওয়েবডেস্কঃ
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়াতে ধারাবাহিক ভাবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ‘ফেসবুক’। ফেসবুকও তার বিরোধিতা করেনি, পোস্টগুলি সরিয়ে দেয়নি অর্থাৎ সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দিতে ব্যবহার করা হয়েছে ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাসিন্দা বেশ কিছু রোহিঙ্গা শরণার্থী মামলা করলেন সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের বিরুদ্ধে। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার দাবি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, মায়ানমারে কার্যত গণহত্যার শিকার হয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। মায়ানমার সেনা রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযান চালায় তাতে অন্তত ১০ হাজার রোহিঙ্গার প্রাণ যায়। কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। এরপরেও তাঁদের বিরুদ্ধে লাগাতার ‘হেট স্পিচ’ ও ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে ফেসবুকের মাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি ফেসবুক।
আরও পড়ুনঃ আবারও সুখবর! প্রতিরক্ষা বিভাগে রাশিয়ান একে-২০৩ রাইফেল পাচ্ছে ভারত
ফেসবুকের বিরুদ্ধে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে ফেসবুকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মূল অভিযোগগুলি হল, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথাবার্তা ছড়াতে নিজেদের প্ল্যাটফর্মটি ব্যবহার করতে দিয়েছে ফেসবুক।
আরও পড়ুনঃ পুরভোটে কেন থাকবে না ভিভিপ্যাট? হাইকোর্টে প্রশ্ন বিজেপির
মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত মডারেটর ও ফ্যাক্ট চেকারদের ক্ষেত্রে বিনিয়োগে ফেসবুক ব্যর্থ হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক। বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা বারবার সতর্ক করার পরও এ বিষয়ে ফেসবুক যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। পরিশেষে বলা হয়েছে ‘বাজার’ ধরতে রোহিঙ্গাদের জীবন নিয়ে ব্যবসা করেছে ফেসবুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584