অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
রবি শাস্ত্রীর কথায় আচমকা রোহিত শর্মা এবং ইশান্ত শর্মার টেস্ট খেলায় আশঙ্কা তৈরী হতে শুরু করেছে। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে অস্ট্রেলিয়াগামী উড়ানে না উঠলে টেস্ট সিরিজ খেলা মুশকিল হয়ে যাবে এই দুই ক্রিকেটারের।
আইপিএল খেলতে গিয়ে চোট পাওয়া রোহিত এবং ইশান্ত এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। এখানেই তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে। কিন্তু কবে তাঁদের অস্ট্রেলিয়া উড়ে আসার অনুমতি দেওয়া হবে, সে ব্যাপারে নিশ্চিত নন শাস্ত্রীও।
আরও পড়ুনঃ ডার্বিতে মোহনবাগানকে এগিয়ে রাখছেন বাইচুং
সবদিক বিবেচনা করে তাই শাস্ত্রী বলেছেন, ”রোহিত আপাতত জাতীয় অ্যাকাডেমিতে রয়েছে। কবে ও অস্ট্রেলিয়া উড়ে আসতে পারবে, সে সিদ্ধান্ত নেবে বোর্ডই। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে বলা হলে টেস্টে খেলা কঠিন হয়ে যাবে ওদের। কারণ, কোয়ারান্টাইনেই কেটে যাবে ১৪ দিন। তাই টেস্টে ওদের পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তো রয়েইছে।”
আরও পড়ুনঃ ডার্বি দেখানো হবে ক্লাবের জায়ান্ট স্ক্রিনে
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। সীমিত ওভারের সিরিজ শুরু ২৭ নভেম্বর থেকে। তাই শাস্ত্রী বলে দেন, ”সাদা বলের ক্রিকেটে রোহিতের খেলার কথা ছিল না। টেস্ট সিরিজেই খেলানো হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু আবারও বললাম, আগামী তিন-চার দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিমান ধরতে না পারলে টেস্টে খেলা কঠিন হয়ে যাবে।“ ইশান্ত শর্মার ক্ষেত্রেও একই নিয়ম। শাস্ত্রী বলে দেন, ”দু’জনেই জাতীয় অ্যাকাডেমিতে আছে। সুতরাং নিয়ম একই থাকছে।“ এখন দেখার ভারতের দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে নতুন কি নাটক হয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584