অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
স্বস্তির খবর। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন ফিট রোহিত শর্মা। এনসিএ-র ফিজিওরা ঘোষণা করে দিলেন, তিনি ফিট। সিরিজের শেষ দুই টেস্টে খেলতে নামবেন রোহিত।
আইপিএলে খেলার মাঝে চোট পেয়েছিলেন রোহিত। তারপরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এনসিএ ক্যাম্পে তারকা ক্রিকেটার যোগ দেন ১৭ নভেম্বর। শুক্রবারই রোহিতের ফিটনেস টেস্ট ছিল। সেখানেই উত্তীর্ন হন তিনি। বিসিসিআই হিটম্যানের ফিটনেস টেস্ট পাস করার কথা জানায়।
আরও পড়ুনঃ বিরাটের স্ত্রীর পাশে দাঁড়ানোকে সমর্থন স্মিথের
এর আগে অস্ট্রেলীয়গামী স্কোয়াডে প্রথমে রাখা হয়নি রোহিতকে সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বোর্ডের বিবৃতিতে বলা হয়, রোহিত ও ইশান্তের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড। তারপর দেশ জুড়ে আলোচনা শুরু হওয়ার পর টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তারকাকে। তবে শর্ত থাকে একটাই, ফিট হয়ে আসতে হবে এনসিএ থেকে। এদিন ঠিক সেটাই করলেন তিনি।
আরও পড়ুনঃ ঘোষিত ভারত ইংল্যান্ড সূচি গোলাপি টেস্ট আহমেদাবাদেই
রোহিতের জাতীয় দলে ঢোকা নিয়ে উৎসাহ দেখাননি ভারতের অধিনায়ক ও কোচ দুজনেই। শাস্ত্রী বলেই দিয়েছিলেন, সময় রোহিতের জন্য বড় বাধা। কোহলি আবার সরাসরি বলে দেন, “দল নির্বাচনের দু’দিন আগে আমরা একটা ই-মেল পাই।“ এবার অস্ট্রেলিয়া গিয়ে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তৃতীয় টেস্ট থেকে খেলবেন রোহিত যা শুরু আগামী বছরের ৭ জানুয়ারি থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584