মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ সিরিজ শেষে শুরু হবে ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ। বৃহস্পতিবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা করবে বি.সি.সি.আই। যদি সব ঠিক থাকে তবে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। যা অনেকদিন ধরেই ভাবা হচ্ছে।

পরের বছর ভারতের সামনে রয়েছে কঠিন নিউজিল্যান্ড সফর। যেখানে ভারত পাঁচটি টি২০, তিনটি ওডিআই ও দু’টি টেষ্ট ম্যাচ খেলবে। যে কারণে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে রোহিতকে বিশ্রামের কথা ভাবা হচ্ছে। বসানো হতে পারে ধাওয়ান ও ঋষভ পন্থকেও। এবারে সঞ্জু স্যামসন ও মহেন্দ্র সিং ধোনির দিকে নজর থাকবে নির্বাচকদের।
ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত তিনটি টি২০ ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ৬ই ডিসেম্বর মুম্বইয়ে, দ্বিতীয় ম্যাচ ৮ই ডিসেম্বর তিরুবনন্তপুরমে, তৃতীয় টি২০ ১১ই ডিসেম্বর হায়দ্রাবাদে। তার পরই শুরু হবে ওডিআই সিরিজ। তিনটি ম্যাচ হবে ১৫ ডিসেম্বর চেন্নাই, ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনম ও ২২ ডিসেম্বর হবে কটকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে বড় কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584